Newsroom
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়
Published: 04 Sep 2024উত্তরবঙ্গ তথা রংপুর বিভাগের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হলো হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় (সংক্ষেপে হাবিপ্রবি)। ২০০২ সালের ৮ এপ্রিল মহামান্য রাষ্ট্রপ্রতি প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হয়। ১৬ই এপ্রিল আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হয়। বিশিষ্ট মৃত্তিকা বিজ্ঞানী প্রফেসর ড. মো: মোশাররফ হোসাইন মিঞাঁ এ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মাধ্যম ইংরেজী। এই বিশ্ববিদ্যালয়ের ৯টি অনুষদের অধীন ২৩টি স্নাতক ডিগ্রী এবং পোস্ট গ্র্যাজুয়েট অনুষদের অধীনে ৩২টি স্নাতকোত্তর ডিগ্রী প্রদান করে। বিশ্ববিদ্যালয়টিতে মোট ১০টি আবাসিক হল রয়েছে যার মধ্যে ছেলেদের ৫টি হল, মেয়েদের ৪টি হল এবং বিদেশী শিক্ষার্থীর জন্য ডরমিটরি-২ হলের একটি অংশ নিয়ে ১টি হল গঠিত হয়।
সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
Published: 04 Sep 2024সিলেট জেলায় অবস্থিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষতম। ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়টির নামকরণ করা হয় মহান সুফি-সাধক ও ইসলাম প্রচারক হযরত শাহজালাল (র.) এর নামে। ৩টি বিভাগ নিয়ে শুরু করে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ২৭টি বিভাগ ২টি ইনস্টিটিউট এবং প্রায় ১২ হাজার শিক্ষার্থী রয়েছে। বিশ্ববিদ্যালয়ের আয়তন প্রায় ৩২০ একর। শিক্ষার্থীদের জন্য ৫টি আবাসিক হল রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।
মাইগ্রেশন বন্ধ ২৪ বিশ্ববিদ্যালয়ের এবং চতুর্থ ধাপে ভর্তির সময় ঘোষণা
Published: 01 Sep 2024গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের মাইগ্রেশন বন্ধ হচ্ছে আগামী ৩ সেপ্টেস্বর মঙ্গলবার । চতুর্থ ধাপের এরপর ভর্তি শুরু হবে। গুচ্ছ ভর্তির ওয়েবসাইটে জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রয়োজনীয় যে কোন প্রকার ‘Migration Stop’ ৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অবশ্যই সম্পন্ন করতে হবে। ৩ তারিখের পর চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি শুরু হবে।
আগে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, দেশের বন্যা পরিস্থিতির বিষয়টি বিবেচনা করে ৪র্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরিস্থিতির স্বাভাবিক হলে ভর্তি কার্যক্রম পুনরায় শুরু করা হবে বলে জানানো হয়। ভর্তি প্রক্রিয়াসহ অন্যান্য সব তথ্য https://gstadmission.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।