Newsroom
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
Published: 31 Aug 2024
Md. Shahadat hosen
বিশ্ববিদ্যালয় পরিচিতি
পর্ব : ০৮
বেগম রকেয়া বিশ্ববিদ্যালয়
বাংলাদেশের রংপুরে অবস্থিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ২০০৮ সালের ১২ই অক্টোবর রংপুর বিশ্ববিদ্যালয় নামে যাত্রা শুরু করে। পরবর্তীতে ২০০৯ সালে বাঙ্গালি নারী জাগরনের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের নামানুসারে বিশ্ববিদ্যালয়টির নাম “বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর” নামকরণ করা হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির ৬টি অনুষদেরে ২২টি বিভাগে প্রায় ৭০০০+ শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। এছাড়াও ৩০ জন শিক্ষার্থী ড. ওয়াজেদ রিসার্চ ইনিস্টিটিউট এমফিল- এ অধ্যায়ন করছে। শিক্ষার্থীদের জন্য মোট ৪টি আবাসিক হল রয়েছে যার মধ্যে ২টি ছাত্রদের হল এবং ২টি ছাত্রীদের হল। সম্প্রতি ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের প্রতিষ্ঠানটির ১২তম ব্যাচের শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হয়।