হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়

Published: 04 Sep 2024
Md. Shahadat hosen

উত্তরবঙ্গ তথা রংপুর বিভাগের প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হলো হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয় (সংক্ষেপে হাবিপ্রবি)। ২০০২ সালের ৮ এপ্রিল মহামান্য রাষ্ট্রপ্রতি প্রজ্ঞাপন জারির মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি স্থাপিত হয়। ১৬ই এপ্রিল আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হয়। বিশিষ্ট মৃত্তিকা বিজ্ঞানী প্রফেসর ড. মো: মোশাররফ হোসাইন মিঞাঁ এ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মাধ্যম ইংরেজী। এই বিশ্ববিদ্যালয়ের ৯টি অনুষদের অধীন ২৩টি স্নাতক ডিগ্রী এবং পোস্ট গ্র্যাজুয়েট অনুষদের অধীনে ৩২টি স্নাতকোত্তর ডিগ্রী প্রদান করে। বিশ্ববিদ্যালয়টিতে মোট ১০টি আবাসিক হল রয়েছে যার মধ্যে ছেলেদের ৫টি হল, মেয়েদের ৪টি হল এবং বিদেশী শিক্ষার্থীর জন্য ডরমিটরি-২ হলের একটি অংশ নিয়ে ১টি হল গঠিত হয়।

Newsroom Image
Like 1