মাইগ্রেশন বন্ধ ২৪ বিশ্ববিদ্যালয়ের এবং চতুর্থ ধাপে ভর্তির সময় ঘোষণা

Published: 01 Sep 2024
Md. Shahadat hosen

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের মাইগ্রেশন বন্ধ হচ্ছে আগামী ৩ সেপ্টেস্বর মঙ্গলবার । চতুর্থ ধাপের এরপর ভর্তি শুরু হবে। গুচ্ছ ভর্তির ওয়েবসাইটে জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রয়োজনীয় যে কোন প্রকার ‘Migration Stop’ ৩ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অবশ্যই সম্পন্ন করতে হবে। ৩ তারিখের পর চতুর্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি শুরু হবে।

 আগে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, দেশের বন্যা পরিস্থিতির বিষয়টি বিবেচনা করে ৪র্থ পর্যায়ের প্রাথমিক ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরিস্থিতির স্বাভাবিক হলে ভর্তি কার্যক্রম পুনরায় শুরু করা হবে বলে জানানো হয়। ভর্তি প্রক্রিয়াসহ অন্যান্য সব তথ্য https://gstadmission.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

Newsroom Image
Like 1