যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

Published: 14 Sep 2024
Md. Shahadat hosen

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের পশ্চিমাঞ্চলের বৃহত্তর যশোর জেলার প্রথম ও একমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয়। ২০০৭ সালের ২৫ জানুয়ারি এটি প্রতিষ্ঠিত হয়। ২০০৮-২০০৯ শিক্ষাবর্ষে এর শিক্ষা কার্যক্রম শুরু হয়। বর্তমানেএ বিশ্ববিদ্যালয়ে ৮টি অনুষদের অধীনে মোট ৩৬টি বিভাগে স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডি পর্যায়ে ৬ হাজার ২১৩ জন শিক্ষার্থী অধ্যয়নরত। বিশ্ববিদ্যালয় প্রফেসর, অ্যাসোসেয়েট প্রফেসর, অ্যাসিসট্যান্ট প্রসেসর ও লেকচারার মিলিয়ে মোট ২৭৬জন শিক্ষক রয়েছে। শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়টিতে ৪টি আবাসিক হল রয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলনা বিভাগের চতুর্থ সরকারি বিশ্ববিদ্যালয়।

Newsroom Image
Like 1