Newsroom
বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস
Published: 28 Aug 2024
Md. Shahadat hosen
২০০৮ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বাংলাদেশের অন্যতম একটি পাবলিক বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে উচ্চশিক্ষার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তীতে সামরিক অধ্যায়নের বাইরেও এর একাডেমিক কার্যক্রম সম্প্রসারিত হয়। বর্তমানে ১৯টি বিভাগ এবং প্রায় ১০ হাজার শিক্ষার্থী নিয়ে বিশ্ববিদ্যালয়টি চলমান রয়েছে। বিশ্ববিদ্যালয়টি সামরিক ও বেসামরিক উভয় ধরণের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ৫৬ একরের এই ক্যাম্পাসটি ঢাকার মিরপুর ক্যান্টনমেন্টে অবস্থিত।