Newsroom
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
Published: 26 Aug 2024
Md. Shahadat hosen
ঢাকার অদূরে সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ১৯৭০ সালে প্রতিষ্ঠিত একটি পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয়। ঢাকা শহরের মুঘল আমলের নাম 'জাহাঙ্গীরনগর' থেকেই এর নামকরণ করা হয়। বিশ্ববিদ্যালয়টি ৪টি বিভাগ, ২১ জন শিক্ষক আর ১৫০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে বর্তমানে ৬টি অনুষদের অধীনে ৩৫টি বিভাগ ও ৪টি ইন্সটিটিউটে প্রায় ৭০০ শিক্ষকের তত্ত্বাবধানে ১৭ হাজরের অধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য ১১টি ও ছাত্রীদের জন্য ১১টি হল রয়েছে। আয়তনে প্রায় ৭০০ একর এই বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত।