Newsroom
রাজশাহী বিশ্ববিদ্যালয়
Published: 25 Aug 2024
Md. Shahadat hosen
প্রাচ্যের ক্যামব্রিজ খ্যাত রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী জেলায় অবস্থিত দেশের দ্বিতীয় বিশ্ববিদ্যালয়। ১৯৫৩ খ্রিষ্টাব্দের ৬ জুলাই এটি প্রতিষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১২ টি ফ্যাকাল্টির অধীনে ৫৯ টি বিভাগের পাশাপাশি ৬ টি ইন্সটিটিউট রয়েছে। প্রায় ১২০০ শিক্ষক এবং ৩৮ হাজারের বেশি শিক্ষার্থী নিয়ে এটি বাংলাদেশের অন্যতম বৃহত্তম বিশ্ববিদ্যালয়। পদ্মা নদীর নিকটে রাজশাহী শহর থেকে ৫ কিলোমিটার দূরে মতিহারের সবুজ প্রাঙ্গণে ৭৫৩ একর জায়গা জুড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় অবস্থিত। শিক্ষার্থীদের জন্য মোট ১৭টি আবাসিক হল রয়েছে, যার মধ্যে ১১টি হল ছাত্রদের এবং ৬টি ছাত্রীদের হল।