এইচএসসি পরীক্ষার সময়সূচি পরিবর্তন অর্ধেক প্রশ্নে পরীক্ষা ও শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে নতুন সিদ্ধান্ত

Published: 20 Aug 2024
Md. Shahadat hosen

এইচএসসি ও সমমানের পরীক্ষার অবশিষ্ট বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক প্রশ্নের ভিত্তিতে অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা ১১ সেপ্টেম্বর থেকে আরও দুই সপ্তাহ পিছিয়ে দেওয়া হবে। আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বতীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার  এ তথ্য নিশ্চিত করেছেন। শিক্ষা বোর্ডগুলো প্রাথমিকভাবে ১১ সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষা পুনরায় শুরু করার পরিকল্পনা করেছিল। তবে পরীক্ষার্থীরা দাবী করছেন, ইতিমধ্যে সম্পন্ন হওয়া পরীক্ষাগুলোর ভিত্তিতে ফলাফল প্রকাশ করা হোক।

আন্দোলনরত পরীক্ষার্থীরা বলেন, চলমান রাজনৈতিক আন্দোলনে তাদের অনেকেই আহত হয়েছেন এবং পড়ালেখায় ব্যাঘাত ঘটেছে, ফলে তারা পরীক্ষায় অংশগ্রহণের জন্য মানসিকভাবে প্রস্তত নন।এ দাবিতে পরীক্ষার্থীরা গতকাল সোমবার ঢাকা শিক্ষা বোর্ডে বিক্ষোভ প্রদর্শন করেন। সন্ধ্যায় বোর্ড কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো পূরণের আশ্বাস দেন।

Newsroom Image
Like 2